খাগড়াছড়ি ২৯৮ আসনে এবারই প্রথম বেশি সংখ্যক পাহাড়ী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আঞ্চলিক দুটি সংগঠনের ৫ জন ছাড়াও আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দু‘জন মনোনয়ন জমা দেন।
বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহেদুল আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সভাপতি সুধাসিন্ধু খীসা ও একই সংগঠনের কেন্দ্রীয় নেতা মৃনাল কান্তি ত্রিপুরা।
শেষ বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় সভাপতি প্রসিত বিকাশ খীসা, একই দলেরকেন্দ্রীয় সদস্য উজ্জ্ব¡ল স্মৃতি চাকমা ও অংগ্য মারমা। এরা সবাই স্বতন্ত্র প্রার্থী।