সারাদেশের মতো খাগড়াছড়িতেও বুধবার সকাল ১১টায় জেলাব্যাপী হাজারো কন্ঠে ধ্বনিত হয়েছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’।
ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামের সবুজ প্রান্তর জুড়ে ঘড়ি’র কাঁটায় ১১টা বাজার সাথে সাথেই শুরু হয়, সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় সংগীত পরিবেশনে জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম, পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র মোঃ রফিকুল আলমসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার ৭/৮ হাজার মানুষ অংশ নেন।
শহরের শাপলা চত্বরে জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর আগে সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহরে একটি বৃহত জাতীয় পতাকা নিয়ে র্যালী করেছে খাগড়াছড়ি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এছাড়া সকালে স্মৃতিসৌধে ফুল দেন আওয়ামীলীগ, বিএনপিসহ সরকারী-বেসরকারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
খাগড়াছড়ির ৮ উপজেলাতেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে কর্মসূচীটি পালন করা হয়।
খাগড়াছড়িতে হাজারো কন্ঠে ধ্বনিত হলো ‘আমার সোনার বাংলা…’
