খাগড়াছড়ি জেলা সদরের জিরো মাইল এলাকার অপরাজিতা বৌদ্ধ বিহারের পার্শ্বে সোমবার বিকালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন আবু ছালে(২৫), মোঃ সোহেল(৩০), মোঃ শাহীন(৩০) ও মোঃ শরীফ(২০)। এদের মধ্যে মোঃ শরীফ ছাড়া বাকীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষ অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, সোমবার বিকালে সাড়ে ৪টার দিকে জিরোমাইল এলাকা থেকে খাগড়াছড়ি শহরের দিকে ইট বোঝায় একটি ট্রাক আসছিল। বিপরীত দিক থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের তিনজন ও বাসের হেলপার গুরুতর আহত হয়। এই ঘটনায় বাসের চালক পলাতক বলেও জানান তিনি।
আরো দেখুন
প্রদীপ-সৈকতের নেতৃত্বে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি …