`সমবায়ে সামাজিক নিরাপত্তা’- এই শ্লোগানে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল ৪২ তম জাতীয় সমবায় দিবস। দিনটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় শহরের শাপলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠনের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন ।
আরো দেখুন
রাত পোহালেই খাগড়াছড়ি-লামায় ভোট
রাত পোহালেই খাগড়াছড়ি ও লামা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। শনিবার সকাল ৮ টায় …