দশম জাতীয় সংসদ নির্বচনের তফসিল ঘোষনার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিন পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
অবরোধের কারণে আন্ত:জেলা ও জেলার আভ্যন্তরিন সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য দিনের তুলনায় কম খুলেছে দোকানপাট। অবরোধের সমর্থনে সকালে খন্ড খন্ড কয়েকটি মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলার গুরুত্বপূর্ণ সব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
জেলার বিভিন্ন উপজেলা থেকেও শান্তিপূর্ণ অবরোধ পালনের খবর পাওয়া গেছে।