র্যালী ও সমাবেশের মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিসবটি উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় জেলা শহরের দলীয় অফিস থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় অফিসের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সহ সভাপতি চৌধুরী বেলালের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, সহ সাধারণ সম্পাদক মংসাথোয়াই চৌধূরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
সমাবেশ থেকে বক্তারা সরকারকে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার আবার ক্ষমতায় আসার জন্য উঠে পরে লেগেছে। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবী জানান।
আরো দেখুন
বিদ্যুৎ সুবিধাবঞ্চিত মহালছড়ি সদরের ২ গ্রামের মানুষ
আধুনিক প্রযুক্তির ক্রমবিকাশে পাল্টে যাচ্ছে দুনিয়া। প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে নতুন নতুন আবিষ্কার। মানুষের জনজীবনে পড়ছে …