মিছিলে হামলা, নেতাকর্মীদের আহত ও বিএনপি কার্যালয়ে লুটপাটের প্রতিবাদে আগামীকাল খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ ঘোষনা করেছে জেলা বিএনপি। জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক মোঃ আবু তালেব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপি‘র শান্তিপূর্ণ ভাবে জেলা বিএনপি’র উদ্যোগে ভাঙ্গাব্্রীজ হতে বিক্ষোভ মিছিল বের করলে মাস্টারপাড়া মোড়ে পুলিশ আটকে দেয়।
বিজ্ঞপ্তিতে আরো অভিযোগ করা হয়,এসময় শাপলা চত্বর থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধেয়ে এসে আমাদের মিছিলে হামলা করে। এরপর পুলিশও তাদের সাথে এক হয়ে মিছিল ও নেতাকর্মীদের ইট, পাটকেল,গুলি, টিয়ারশেল ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে জেলা বিএনপির প্রচার সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা সহ ৩৫জন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এসময়ে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ৩টি মোটর সাইকেল ও চেয়ার-টেবিল সহ গুরুত্বপূর্ণ আবসাবপত্র ভাংচুর করে বলেও অভিযোগ করেন তারা।