৮৪ ঘন্টার হরতাল চলাকালে নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গ্রেফতার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আটক ও গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার সকালে জেলা অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় অফিসে ফিরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, আমীন শরীফ, সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি দাউদুল ইসলাম ভূইয়াঁ, ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিলসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দিতে হবে । এছাড়া সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানান।