দেশের বিভিন্ন স্থানে খুন, গুম, ও অপহরণের প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে গণ অনশন কর্মসূচী পালন করছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
রবিবার সকাল ১০টা থেকে শহরের শাপলা চত্বরে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই গণ অনশন কর্মসূচী শুরু হয়। এই কর্মসূচীর সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
গণ অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, সহ সভাপতি মনিন্দ্র কিশোর ত্রিপুরা, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়াঁ, জেলা মহিলা দলের সভানেত্রী শাহানাজ বেগম রুজি, যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
