দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম প্রার্থীদের মধ্যে শনিবার প্রতীক বরাদ্দ করেন।
এবারের নির্বাচনে খাগড়াছড়ি আসনে আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা, জাতীয় পাটির সোলায়মান আলম শেঠকে লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসাকে হাতি, জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মৃণাল কান্তি ত্রিপুরা বই প্রতীক পেয়েছেন ।
স্বতন্ত্র আরেক প্রার্থী ইউপিডিএফের উজ্জল স্মৃতি চাকমা নিজে বা তার পক্ষে অন্য কেউ উপস্থিত না থাকায় প্রতীক বরাদ্দ দেয়নি জেলা রির্টানিং অফিসার। তবে শনিবার বিকেল ৫টার মধ্যে কেউ উপস্থিত না হলে লটারির ভিত্তিতে তাকে একটি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
অবশ্য শুক্রবার কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও তা গৃহিত হয়নি।
খাগড়াছড়িতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
