‘শিক্ষাই জীবনের মূল, ঝড়ে পরা বিরাট ভুল’ এই শ্লোগানে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৪। দিনটি উপলক্ষ্যে সকালে শহরের টাউন হল চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার টাউন হলে এসে শেষ হয়। এতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ও এনজিও সংগঠনগুলো অংশগ্রহন করে।
এরে আগে টাউন হল চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিক্ষা বিভাগের আহ্বায়ক সাহাবউদ্দিন মিয়া, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রামেন্দ্র পোদ্দার প্রমুখ।
আরো দেখুন
খাগড়াছড়িতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা, তদন্ত কমিটি গঠন
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে দশম শ্রেণীর …