খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়ায় বুধবার সকালে পুকুরে ডুবে দুইবছর বয়সি শিশু পরাণ ধর এর মৃত্যু হয়েছে। সে খাগড়াছড়ি ‘শাপলা’ ক্যাবল নেটওয়ার্কের মালিক ত্রিধিব ধরের শিশুপুত্র।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল পরাণ ধর বাড়ীর লোকজনের অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্বার করে হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।