ভাদ্র পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি আর্য্যমিত্র বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধর্মদেশনা দেন বিহার অধ্যক্ষ সূদর্শী স্থবির। এ উপলক্ষে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ পূজা, অষ্ট পরিস্কার দান করা হয়।
এরপর পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী জুম খেতের ধান কাটা উৎসবের আয়োজন করা হয়। জুমধান কাটার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা। এসময় চাকমা, মারমা ও ত্রিপুরা কৃষানীরা জুম ধান কাটেন। পরে গাছের চারা রোপণ করা হয়।