এবার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে পক্ষে বিপক্ষে নানা কর্মসুচি দিয়েছে বিভিন্ন সংগঠন। তবে, পার্বত্য জেলা পরিষদ দিয়েছে বর্ণাঢ্য কর্মসূচী। সকালে র্যালী, আলোচনা সভা, দুপুরে প্রীতি ফুটবল ও সন্ধ্যায় লেজার শো করবে স্বায়ত্ত্বশাসিত এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতেও দিনটি উদযাপনে কর্মসুচি হাতে নেয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দ্বিধাবিভক্ত দুটি অংশই কর্মসূচী দিয়েছে। তবে খাগড়াছড়িতে জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মসূচী পাওয়া গেলেও সন্তু লারমা নিয়ন্ত্রনাধীন জনসংহতি সমিতির কর্মসূচী পাওয়া যায়নি। পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেসোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ বিবৃতি ছাড়া কোন কর্মসূচী দেবেনা। চুক্তির বর্ষপূর্তিতে ক্ষমতাসীনদল আওয়ামীলীগ আনন্দ র্যালী করবে। অন্যদিকে চুক্তি বাতিলের দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ মানববন্ধন কর্মসূচী ঘোষনা করেছে।
শান্তিচুক্তির ১৭তম বর্ষপুর্তি উপলক্ষে জনসংহতি সমিতি (এমএন লারমা) ২ ডিসেম্বর দুপুরে খাগড়াছড়ি চেঙ্গীস্কোয়ার এমএন লারমা পাদদেশে সমাবেশ ডেকেছে। সমাবেশে বক্তব্য রাখবেন জনসংহতির অন্যতম শীর্ষনেতা সুধাসিন্ধু খীসা, তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে প্রমূখ।
জনসংহতি সমিতির (সন্তু লারমা) অংশের সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, জেলা সদরে কোন কর্মসূচী না থাকলেও চুক্তি পূর্ন বাস্তবায়নের দাবীতে রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়িসহ অন্য উপজেলায় সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী রয়েছে।