খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ঐতিহাসিক ৭ মার্চ।
দিনটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শাপলা চত্বর হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে টাউন হল চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আ‘লীগের সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ‘লীগের সহ- সাধারণ সম্পাদক মংক্যচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সত্যজিত চৌধুরী, সদর উপজেলা আ‘লীগ সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, শ্রমিক লীগের আহবায়ক মোঃ নবী, ছাত্রলীগ সভাপতি ইকবাল বাহার প্রমুখ।
