‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটিতে বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃত ইতিহাস লেখার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও বইটির লেখক এ কে খন্দকারের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যেগে কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চেঙ্গী স্কোয়ার এলাকায় এসে সমাবেশ করেন।
সমাবেশে খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার, সহ সভাপতি নুরুল্লা হিরো, কলেজ ছাত্রলীগের সদস্য সচিব মোঃ মনির হোসেন, বিশ্বজিৎ রায়, প্রমুখ।
সমাবেশ থেকে এ কে খন্দকারকে খাগড়াছড়িতে অবাঞ্চিত ঘোষনা করা হয়। পাশাপাশি তাঁর লেখা বইটিকে বাজেয়াপ্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান।
আরো দেখুন
কাপ্তাইয়ে করোনা সংক্রমণ কমছে
প্রশাসনের কঠোর নজরদারি এবং থানা পুলিশের তৎপরতায় রাঙামাটির কাপ্তাইয়ে করোনা সংক্রমন হার কমছে। কাপ্তাই উপজেলা …