রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ এবং বিভিন্নস্থানে আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার ও পুলিশের হয়রানির প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি কলেজ ছাত্রলীগ। সকালে কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক স্নেহাশীষ বড়ুয়ার সেন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক নিপ্লব গুপ্ত,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা,অর্থ সম্পাদক পলাশ বড়ুয়া এবং নাজমুল হোসেন বাবু। মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন।
সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে।