রাঙামাটির লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত লংগদু প্রিমিয়ার ফুটবল লীগের শনিবারের খেলায় কোবরা সুপার কিংস একাদশ ১-১ গোলে রাজিং ষ্টারের ম্যাচ ড্র হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারে নি।
খেলার শুরু থেকেই উভয় দলই আক্রমন পাল্টা আক্রমন চালাতে থাকে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলার দ্বিতীয়ার্ধের পনের মিনিটে কোবরা সুপার কিংস একাদশের মোঃ স¤্রাট গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় তারা। গোল পরিশোধে মরিয়া হয়ে খেলে রাইজিং সুপার ষ্টার একাদশ। কিন্তু সেই কাঙ্খিত ফল পায় খেলার দ্বিতীয়ার্ধের ২২ মিনিটের সময় মোঃ মনির হোসেনের গোলে। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ার ১-১ শেষ হয় খেলা।
এদিকে কোবরা সুপার কিংস আর লংগদু বাজার একাদশের পয়েন্ট সমান হওয়ায় রোববার উভয় দল পূনরায় মাঠে নামবে,ওই খেলায় বিজয়ী দল ফাইনালে লায়ন সুপার কিংস’র মুখোমুখি হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব এমএ হালিম।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার পাহাড়ের জনপ্রিয় অনলাইন দৈনিক পাহাড়টোয়েন্টিফোর ডট কম