রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের ধর্মঘর এলাকায় ট্রাপ চাপা এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম জুনান চাকমা(৫)। সে সেখানকার বিএম কেজি স্কুলের ছাত্র ।
স্থানীয় ধর্মঘর এলাকার বাসিন্দা অজিত চাকমার পুত্র জুনান এই বছরই প্রথম স্কুলে ভর্তি হয়েছিলো। মঙ্গলবার সকাল ৭ টায় এই দুর্ঘটনাটি ঘটে।
কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা জানিয়েছেন, জুনান সকালে স্কুলে যাচ্ছিলো,সড়ক পাড় হওয়ার সময় কুতুকছড়িতে বাঁশ আনতে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকের চালক,হেলপার এবং ট্রাকে থাকা শ্রমিকরা সাথে সাথেই পালিয়েছে। ট্রাকটি সেখানে আছে।
দুর্ঘটনা ঘটানো ট্রাকটির নাম্বার-চট্টমেট্টো-ট-১১১০১৭।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …
হুগুরু “ছ” গুনি হন হিট্টেনি মারি ন পারদন “ধ” সে অবুঝ শিশুবুরে মারে ফেলেলাক্কে আই
হুগুরু “ছ” গুনি হন হিট্টেনি মারি ন পারদন “ধ” সে অবুঝ শিশুবুরে মারে ফেলেলাক্কে আই