২৯৮ নং খাগড়াছড়ি আসনটি আওয়ামীলীগের পক্ষ থেকে জাতীয় পার্টিকে ছাড় দেওয়ার সংবাদে প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। বৃহষ্পতিবার দুপুরে মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি মোঃ কাশেম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় পার্টির সাথে আওয়ামীলীগের আসন ভাগাভাগির মাধ্যমে নতুন সমঝোতায় খাগড়াছড়ি আসনটি জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে এমন খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে দীঘিনালার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি খাগড়াছড়ির আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা। কুজেন্দ্রলাল ত্রিপুরার বাড়ি দীঘিনালাতে।
অপরদিকে জাতীয়পার্টি থেকে খাগড়াছড়িতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক চট্টগ্রামের বাসিন্দা সোলায়মান আলম শেঠ। কুজেন্দ্রলাল ত্রিপুরার পরিবর্তে জাতীয়পার্টির প্রার্থিকে মেনে নিতে পারছেননা স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি মোঃ কাশেম বলেন, ‘কুজেন্দ্রলাল ত্রিপুরা মনোনয়ন পাওয়ার পর আওয়ামীলীগে কোন কোন্দল বা গ্রুপিং ছিলনা। এখন এর বিকল্প কোন প্রার্থিকে মেনে নেওয়া হবেনা।’
