রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ঢেউটিনের আঘাতে এক কৃষক নিখোঁজ রয়েছে। এসময় একজন আহত হয়। নিখোঁজ ব্যক্তির নাম জ্যোতির্ময় চাকমা(২৭), পিতা-বৃষকেতু চাকমা,আহত ব্যক্তির নাম লক্ষ্মীচন্দ্র চাকমা(২৮)। বরকল উপজেলার কাট্টলি বাজারের দক্ষিণ-পশ্চিম দিকে মহালছড়ি দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজের পিতা বৃষকেতু চাকমা জানান, বিকাল সাড়ে তিনটায় মহালছড়ি দোকান এলাকা থেকে জ্যোতির্ময় চাকমাসহ তিন জন তরমুজ ক্ষেতে কাজ শেষে নৌকা নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রচন্ড বাতাসে পাশের একটি ক্লাবঘরের ঢেউটিন উড়ে এসে তাদের নৌকার ওপর পড়লে জ্যোতির্ময় নিখোঁজ হয়। এসময় লক্ষ্মীচন্দ্র আহত হয় বলে জানান তিনি। জ্যোতির্ময়কে উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চলছে।
সুবলঙ ইউনিয়নের স্থানীয় মেম্বার মধুমিলন চাকমা ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধারে কেচকি মাছের জাল ফেলা হয়েছে।