রাঙামাটির দুই উপজেলা কাপ্তাই এবং নানিয়ারচরে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতর্স্ফূত অংশগ্রহণ দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের অংশগ্রহন ছিলো অনেক বেশি। আবার বাঙালী ভোটারের চেয়ে ভোটকেন্দ্রে পাহাড়ী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। তবে দুই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরেই নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতই। উল্টোদিকে অজ্ঞাত কারণে পুরুষ ভোটারদের ভোট প্রদানে খুব বেশি আগ্রহী মনে হয়নি।

নানিয়ারচরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেখানকার সহকারি রিটার্নিং অফিসার খন্দকার জাকির হোসেন জানিয়েছেন,কোথাও কোন গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় ২৮,৮৩১ জন ভোটার ১৪ টি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনার পর ঠিক কি পরিমাণ ভোটার ভোট দিয়েছেন,তা জানা যাবে বলেও জানান তিনি।
কাপ্তাই উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪০ হাজার ৭০ জন ভোটার ১৮ টি কেন্দ্রে ভোট প্রদান করেছেন। বিএনপি প্রার্থী দিলদার হোসেন ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে তার কর্মী সমর্থকদের উপর হামলা ও ভোট প্রদানে বাধা দেয়ার অভিযোগ করেছেন। আনারস মার্কার সমর্থকরা তার দোয়াত কলম প্রতীকের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ঘর থেকে বের হতে বাধা দেন বলেও জানান তিনি। তবে প্রতিদ্ধন্ধি আনারস মার্কার সমর্থকরা তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

কাপ্তাই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের চিত্র দেখা গেছে। কোথাও কোথাও ভোটারদের দীর্ঘ লাইন যেমন দেখা গেছে,আবার কোথাও দেখা গেছে ভোটার উপস্থিতি একেবারেই কম।