রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে আব্দুস সাত্তার (৩৫)নামে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার ভোররাতে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম হাতিমারার বাবুছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ সময় কেউ আহত হয়নি বলে জানান পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪/৫টার দিকে বন্য হাতি আব্দুস সাত্তারের বাড়িতে আক্রমণ করে। এসময় পরিবারের অন্য সদস্যরা বের হয়ে যেতে পারলেও আব্দুস সাত্তার বাড়ি থেকে বের হতে পারেননি। বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রওয়ানা দিয়েছে।