রাঙামাটির কাপ্তাই উপজেলায় নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রচণ্ড ভিড় লেগেছে। মাত্র আড়াই ঘন্টার মধ্যে টিকা দেয়া সম্পন্ন হয়ে যায়। ফলে অনেককেই দ্বিতীয় ডোজ টিকা না নিয়েই ফেরত যেতে হয়েছে।
দেশের বিভিন্ন জেলা, উপজেলা গুলোর মতো কাপ্তাই উপজেলাধীন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন ভিড় করতে থাকে। সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টার মধ্যে টিকা দেয়া সম্পন্ন হয়। সংকট থাকায় অনেকে টিকা না পেয়ে নিরাশ হয়ে চলে যায়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি জানান, ২৩৬ জনকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। স্টকে আর কোন ভ্যাকসিন নেই বিধায় আগামী শনিবার হতে যথারীতি টিকা দেওয়া হবে বলে তিনি উপস্থিত অবশিষ্ট সকলকে জানিয়ে দেয়। টিকা নেওয়ার জন্য জনগণের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে বলেও জানান এই চিকিৎসক।