কাপ্তাই উপজেলার ওয়াগ্গা জনকল্যান বৌদ্ধ বিহারের উৎসর্গ ও মহাথের বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মস্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের। সকাল ৯ ঘটিকায় পবিত্র ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মহাথের ভদন্ত সুমেধানন্দ থেরকে ধমীয় অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। বিহারে প্রায় আট হাজার দর্শনাথীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।