বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এআর লিমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক সহ- সভাপতি ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মফিজুল হক সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ- সভাপতি অমিত বিশ্বাস বাবলু।
এসময় উপজেলা, কর্ণফুলী সরকারি কলেজ, ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।