রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) রাত ৯ টায় জলবিদ্যুৎ কেন্দ্র হাসপাতালের বাবুচি পদে কর্মরত চেমন আরা বেগম (৫৫) করোনা উপসর্গ (জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট) নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি গত ৫-৬ দিন যাবৎ অসুস্থ ছিলেন এবং ওই সময় তিনি হাসপাতালে তার দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালের চিকিৎসক ডা. আবু হায়াত বলেন, মৃত নারী গত ৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন, তবে তিনি হাঁপানি, টাইপয়েটসহ অন্যান্য রোগে ভুগছিলেন। ওই নারী এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এদিকে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতাউল হক চৌধুরী বলেন, চেমন আরা কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সি ব্লকের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।