রাঙামাটির কাউখালীতে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে আওয়ামীলীগের কর্মীরা যুবদলের ২ কর্মীকে পিটিয়ে আহত করেছে। আহতরা হলেন মোঃ আব্দুল আহাদ (২৫), মোঃ বেলাল উদ্দিন (১৮)। রবিবার বিকেলে উপজেলার রাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুজনকেই রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ শ্যামল কান্তি বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন আওয়ামীলীগ সমর্থক অটোরিক্সা চালক মোঃ সাহাব উদ্দিন রাজুকে বিএনপির লোকজন মারধর করছে এমন গুজব ছড়িয়ে আওয়ামলীগ ও যুবলীগ কর্মীরা যুবদলের ঐ দু’কর্মীকে পিটিয়ে জখম করেছে বলে জেনেছি।
তবে বড় কোন সহিংসতা ছাড়াই কাউখালীতে হরতাল পালিত হয়েছে। হরতালের কারনে উপজেলায় কোন যানবাহন চলাচল করেনি। দোকান পাট অফিস খোলা থাকলেও উপস্থিতি কম। সকালে ছাত্রদল ও যুবদলের পিকেটাররা উপজেলার সাথে যোগাযোগের দুটি সড়ক দখলে নিলেও পরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মীদের হরতাল বিরোধী তৎপরতার কারনে পিকেটাররা পিছু হটে। সকাল থেকে বিকেল পর্যন্ত সরকার দলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে লাটিসোটা নিয়ে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়ার কারনে সাধারনের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয়। ছাত্রদলের নেতাকর্মীরা সন্ধ্যায় লাঠি হাতে হরতালের পক্ষে মিছিল বের করে।
হরতালের প্রথম দিনে সহিংসতা, কাউখালীতে যুবদলের ২কর্মীকে পিটিয়ে জখম