রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইউপিডিএফ প্রার্থী মংসুউ চৌধুরী (চশমা) ১১৯৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বিএনপি নেতা জসিম উদ্দিন খোকন (তালা)। তিনি পেয়েছেন ৯৩৭৩ ভোট এবং অন্য প্রার্থী আওয়ামলীগ এর নাছির উদ্দিন ফারুক (টিউবওয়েল) পেয়েছেন ৩৩৬৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এ্যানি চাকমা (প্রজাপতি) ১২,৯২১ ভোট পেয়ে পুনঃ নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্ধি ছিলেন স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস(কলস)। তিনি পেয়েছেন ১১৬৪৮ ভোট।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …