রাঙামাটির কাউখালীতে চাঁদা আদায় কালে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের উপজেলা সভাপতিসহ দু’জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন পিসিপি কাউখালী উপজেলা সভাপতি কংচিংপ্রু মারমা (২০) ও সদস্য ক্যচিংঅং মারমা (২২)।
রবিবার সকাল ১১টায় উপজেলার পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে চাঁদা আদায় কালে স্থানীয়রা দুজনকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে আড়াইশ টাকাসহ চাঁদা আদায়ের রশিদ বই ও ২টি মোবাইল সেট জব্দ করা হয়।
আটককৃত পিসিপির সভাপতি কংচিংপ্রু মারমা জানান, আগামী ১৭ নভেম্বর শিক্ষা সংক্রান্ত পাঁচ দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী সফল করার লক্ষে শুধুমাত্র উপজাতীয় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এ চাঁদা উত্তোলনের করা হচ্ছিল। কারো কাছ থেকে জোরপূর্বক কোন টাকা আদায় করা হয়নি বলে তিনি জানান।
কাউখালী থানার এস.এই জোযৎসু চাকমা যশ জানান, আটককৃত দুজনেরই চাঁদাবাজির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।