সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থিরা অংশ নেন। ২৮ জুলাই হতে ০৩ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়ে আসছে দেশব্যাপী।
উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফেরদৌস আহমেদ মজুমদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা অলি উল্লাহ খান, স্বাগত বক্তব্য মৃণাল কান্তি চাকমা সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্য দপ্তরের মাঠসহকারী প্রদীপ দে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় দুইহাজার পোনা মাছ অবমুক্ত করা হয়।
আরো দেখুন
রাঙামাটিতে ভূমিকম্পে মসজিদে ফাটল
রাঙামাটিতে ভূমিকম্পে শহরের ঝুল্লিক্যা পাহাড়ের নির্মাণাধীন সংযোগ সেতু জোড়ায় এবং ৩য় তলা বিশিষ্ট মসজিদের বিভিন্ন …