পাকিস্তানের প্রেতাত্মাদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করে মরদেহ পাকিস্তানের মাটিতে পাঠিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছে রাঙামাটির কাউখালী উপজেলা যুবলীগ। একই সাথে কাউখালী উপজেলাকে হরতাল মুক্ত বলে ঘোষণা দেওয়া হয়েছে।
মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা পাওয়া জামায়াত নেতাদের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখায় আনন্দ মিছিল শেষে এক সমাবেশে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার বিকালে মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউখালী প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কালা মিয়া। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরীফ প্রমূখ।
সমাবেশে বক্তারা যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসায় রবিবারের ককটেল বিস্ফোরনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
আরো দেখুন
কাপ্তাইয়ে করোনা সংক্রমণ কমছে
প্রশাসনের কঠোর নজরদারি এবং থানা পুলিশের তৎপরতায় রাঙামাটির কাপ্তাইয়ে করোনা সংক্রমন হার কমছে। কাপ্তাই উপজেলা …