অবিলম্বে কলেজ ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা ও পুলিশের হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শনিবার কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলোত্তর সমাবেশে তারা এইসব কথা বলেন।
বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সুজনের সভাপতিতে এবং যুগ্ম সম্পাদক ¯েœহাশীষ বড়–য়া সেন্টুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা কমিটির সভাপতি শাহ্ এমরান রোকন। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নিপ্লব গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, অর্থ সম্পাদক পলাশ বড়–য়া, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসাইন বাবু।
ছাত্রলীগ নেতারা ছাত্রলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা বন্ধের জন্যে প্রশাসনের প্রতি বিনীতভাবে আহ্বান জানান।
কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ হামিদুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।