নভেল করোনা ভাইরাসের কারণে স্তব্ধ শহর রাঙামাটি। পুরো জেলায় নেমে এসেছে সুনসান নীরবতা। জেলার প্রায় সাতলাখ মানুষ এখন ঘরে স্বেচ্ছাবন্দী। এই সময়ে বিপন্ন ও অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য ১০০ মেট্রিক টন খাস্যশস্য এবং নগত ১০ লাখ টাকা সরকারি সহায়তা হিসেবে এসেছে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
জেলা প্রশাসক জানিয়েছেন, এইসব খাস্যশস্য এবং টানা ইতোমধ্যেই রাঙামাটির ১০ টি উপজেলার নির্বাহী অফিসার ও চেয়ারম্যান এবং দুটি পৌরসভার মেয়রদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তারা এসব বিতরণ শুরু করেছেন। মূলতঃ আয় রোজগার বন্ধ হয়ে যাওয়া নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় এই সহায়তা পাঠিয়েছে বলে জানিয়েছেন জেলার সর্বোচ্চ এই প্রশাসনিক কর্মকর্তা।
ডিসি বলেছেন, সরকার চায় সবাই জেনে এই সংকট সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারে এবং একজন মানুষও যেনো অনাহারে না থাকতে হয়।