কমিউনিটি পুলিশের কাজের দক্ষতা বাড়াতে বান্দরবানে ১৫টি বাজাজ ডিসকভার মোটর সাইকেল দেয়া হয়েছে। শনিবার বালাঘাটা পুলিশ লাইনস্ মিলনায়তনে পুলিশ ও পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত কমিউনিটি কনসালটেশন এবং মোটর সাইকেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা কমিউনিটি পুলিশকে আনুষ্ঠানিকভাবে মোটর সাইকেলগুলো হস্তান্তর করেন। এসময় কমিউনিটি কনসালটেশন সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের ব্রিগেড কমান্ডার সাঈদ সিদ্দিকী পিএসসি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক তারিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশের কাজের দক্ষতা, মানোন্নয়ন বাড়ানোসহ কমিউনিটি পুলিশিং সংক্রান্ত বিভিন্ন উপদেশমূলক নির্দেশনা দেন। পুলিশ সেবা মুলক প্রতিষ্ঠান। জনগনের নিরাপত্তায় এবং সেবায় পুলিশ সদস্যদের প্রশংসনীয় ভূমিকা রাখতে হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, কমিউনিটি পুলিশিং দক্ষতা বাড়াতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধিনে পরিচালিত ইউএনডিপি’র সিএইচটিডিপি প্রকল্পের আওতায় কমিউনিটি পুলিশকে ১৫টি মোটর সাইকেল দেয়া হয়েছে।
