পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজস্থলী থানা হল কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী থানার এসআই মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ অহিদউল্লাহ সরকার।
সভায় বক্তব্য রাখেন ঘিলাছড়ি ইউপি সদস্য ও পুলিশিং কমিটির সদস্য মফিজ আহম্মদ তালুকদার, রাজস্থলী বাজার জামে মসজিদের পেশ ইমাম ও ঘিলাছড়ি ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি মাওলানা নুরুল হক, ইসলামপুর পুলিশিং কমিটির সভাপতি শামসুল আলম, রাজস্থলী বাজারের হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি সম্ভু নাথ বণিক, রাজস্থলী বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সেন, ঘিলাছড়ি ইউপি সদস্যা মোসাম্মৎ আয়শা বেগম, গাইন্দ্যা ইউপি সদস্যা গৌতমী খিয়াং প্রমুখ।
মত বিনিময় সভায় ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নসহ বাঙালহালিয়া ইউনিয়নের ১নং ইসলামপুর ওয়ার্ড সহ ১৯ ওয়ার্ডের কমিউিনিটি পুলিশিং ফোরামের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।