ভালোবাসা,কবিতা না মদ?
কখনও মনে হয় কবিতা
কতগুলো শব্দ ছন্দায়িত হয়ে
একটি কবিতা হয়তবা
প্রেমের কিংবা বিরহের।
নাহ! ভালোবাসা কবিতা নয়,
সে শুধু মদ,
পেয়ালা পেয়ালা মদ-
গিলে গিলে বুঁদ হয়ে থাকা।
গোধূলীর রঙ্গে চোখ রাঙিয়ে
স্বপ্নের প্রাচীর ভাঙ্গা।
ঝিরিঝিরি বৃষ্টির মতো,
অনর্গল শব্দের ঝরনা-
গন্ধটা ঠিক কবিতা গন্ধ।।
তাহলে ভালোবাসা কি?
কবিতা ও মদ দুটোই ?
না এর কোনটাই নয়?
মনে হয় ভালোবাসা
ভা-লো-বা-সা-ই –
শুধু প্রিডিউটারীর খেলা।