ও মানুষ শোনো-
পাহাড়ের জনপদে আছে যতো সভ্যতা
আনো- তুলে আনো ॥
ঐ চেঙ্গী মাইণী ছুটে দেখো
কল্-কল্-কল্ ধারা শোনো
কত প্রভাংশু ছুটে চলে
গবেষণার দ্বার খুলে
তোমাদের ইতিহাস জানো,
আনো- তুলে আনো ॥
তুমি চাকমা মারমা কিবা নও ত্রিপুরার
শুধু মানুষের হাত তুমি ধরো
ঘুচে যাক দৈনতা জুমফলা পাহাড়ের
নতুন পৃথিবীকে গড়ো-
এবার তুমি পথে ছুটে যাও
ক্ষীপ্রতা বুকে লয়ে ছুটে যাও
ভুলো বিরহ বঞ্চণা
লিখ নব রচনা
নতুন এক স্বপ্নকে টানো,
আনো- তুলে আনো ॥