পার্বত্যাঞ্চলের আদিবাসী মানুষসহ সারাদেশের জনগণের সুখ শান্তি সমৃদ্ধি এবং রাষ্ট্রের উন্নতি কামনা করে রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার বলেছেন, এ বছরের বিজু-সাংগ্রাই,বৈসুক,বিষু,বিহু অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে। সবাই ঐক্য ও সংহতির মধ্য দিয়ে আগামী নতুন বছরে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে চেয়ে রইলাম এবং সবাইকে বিজুর শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
উষাতন তালুকদার শনিবার সকালে রাঙামাটির রাজবাড়ী ঘাটে ফুলবিজুর ফুল পানিতে ভাসানোর পর সাংবাদিকদের এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এইসব কথা বলেন।
এসময় তার সাথে আদিবাসী ফোরামের নেতা ইন্দ্রদত্ত তালুকদার,প্রকৃতি রঞ্জন চাকমা,বিজয় কেদতন চাকমা সহ বিভিন্ন শেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
দশম জাতীয় সংসদে রাঙামাটি আসন থেকে স্বতন্ত্র পরিচয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উষাতন তালুকদার এই প্রথম সংসদ সদস্য হিসেবে বিজুর কোন অনুষ্ঠানে যোগ দিলেন।