খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলায় ধারালো দা দিয়ে সন্তান মস্তক ছিন্ন করলেন এক পাষন্ড মা। শনিবার এয়াতলং পাড়া এলাকায় আবদুর রহিমের স্ত্রী রওশনারা বেগম (৩৫) নিজের ধারালো দা দিয়ে তার সন্তানকে হত্যা করেছে। নিহতের নাম মো: মাঈনউদ্দিন (১০) ।
স্থানীয় ও পুলিশের সুত্রে জানা গেছে, মো: মাঈনউদ্দিন (১০) মা- নিজ হাতে সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে দুই টুকরা করে ফেলেন। স্থানীয় ইউপি মেম্বার মো: সুরুজ ও স্থানীয় লোকজন বলেন, মহিলাটির মানসিক সমস্যা আছে।
মানিকছড়ি থানার এস,আই হেলাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মাকে আটক করে থানায় নিয়ে এসেছি। আটক ব্যক্তিকে খাগড়াছড়ি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং লাশ ময়না তদন্তে মর্গে পাঠানো হবে।