একটা পথের দিকে কতটা তীব্রভাবে তাকিয়ে থাকা যায়,
একটি নদীর পাড়ে কতটা আকাংখা নিয়ে দাঁড়িয়ে থাকা যায়
একা একা দীর্ঘ বৃষ্টিস্নাত বিকেল…..
একটি বৃক্ষের নীচে দীর্ঘসময় ধরে কিভাবে ঠাঁয় দাঁড়িয়ে থাকা যায়…
কতটা কাঙাল হলে সময় কাটাতে পারে সাগর পাড়ে ঢেউ গুনে গুনে….
কতটা স্বপ্নবাজ হলে বারান্দায় ইজি চেয়ারে বসে মোবাইলে
কথা বলে বলে কাটিয়ে দেয়া যায় পুরো একটি রাত…..
কেউ জানেনা,আমি জানি
কারণ-
তাকিয়েছিলাম,তোমার চলে যাওয়া পথের দিকে,
প্রতীক্ষায় ছিলাম,নদীর পাড়ে তোমার আসবার কথা ছিলো বলে,
সেই জারুল গাছটার নীচেই তো কেটেছে সাতটি বছর,ভালোবাসায়-বেদনায়,
সাগরপাড়ের সেই বিকেলে প্রতীক্ষাটাও ছিলো তোমার জন্যই,দিনটি ছিলো তোমার জন্মদিন,
এমন অজ¯্র রাত মোবাইলের অপরপ্রান্তে ছিলে তুমি’ই,আর ছিলোর কথার খুঁনসুঁটি।
আজ তুমি নেই
মানে-
সেই ছায়াতরুটি নেই,
রাতজাগা নেই,স্বপও নেই,
নদীর পাড় ভাঙ্গতে ভাঙ্গতে বিলীন,
সাগর আর টানেনা আগের মতো,
মোবাইলে ভীষন বিরক্তি এখন।
শুধু
ঝুম বৃষ্টি এলেই কেঁপে কেঁপে উঠে
একজন মানুষ,
যার সাথে প্রতিশ্রুতি ছিলো তোমার
দীর্ঘ পথ চলার….
এখনো পথটা আছে,পথিকও
শুধু সহযাত্রীনি নেই !