মেঘডানা কেটে বৃষ্টিকে নামাই যদি
বৃষ্টি তুমি কি আমার হবে?
তবু পেতেছি মেঘের সামিয়ানা
থেমেছে রৌদ্রের কোলাহল
রিমঝিম অবিশ্রান্ত জলবিন্দুপাত।
বৃষ্টি একবার তুমি শুনে যেও,যক্ষবক্ষে
কী বিরহী শব্দের গুজ্ঞন
দোহাই তোমার খুঁজতে যেওনা কালিদাসের হাসি
জলের শরীরে ঢেকে দিও শষ্ক যে প্রান্তর।
বৃষ্টি,সে তুমি না হবে যদি
ভালোবাসা এখনো শীতল করে রাখে
কোথায় পাবো এমন মাটির কলস?