চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফেরা রাঙামাটির ২৯৯ নং আসনের নির্বাচিত এমপি উষাতন তালুকদারকে দেখতে গেলেন রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু ।
উষাতন তালুকদার সম্প্রতি ভারত থেকে ওপেন হার্ট সার্জারী করে রাঙামাটিতে নিজ বাসভবনে ডাক্তারী পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এমপি উষাতন তালুকদার নিজ বাসভবনে চিনু এ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে এমপি চিনু উষাতন তালুকদারের সাখে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আরোগ্য কামনা করেন।
রাঙামাটি থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারি এই দুই নেতার সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক কুশালাদি বিনিময় রাঙামাটির রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Sabar oi souhardhopurno achoron kora uchit, manobotar khatire hoile o…….