বাঘাইছড়ি উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদকে অপসারণ করার দাবি জানিয়েছেন বাঘাইছড়ি মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি জ্ঞানময় চাকমা ও সাধারণ সম্পাদক জ্ঞানরঞ্জন চাকমা। শনিবার বাঘাইছড়ির জেলা পরিষদ বিশ্রামাগারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার মতবিনিময়কালে এই দাবি জানানো হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, উক্ত কর্মকর্তা দায়িত্বভার গ্রহণের পর হতেই শিক্ষক-কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে যা পেশাগত আচরণ পরিপন্থী। তারা জানান, আয়োজিত বিভিন্ন সভায় তাঁর ইচ্ছামত যে কোনও ইস্যু সৃষ্টি করে শিক্ষকদের গালিগালাজ ও মানহানিকর কথা বলে, সেকায়েপ প্রকল্পে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত বিদ্যালয়গুলোর পুরস্কারের টাকা হতে উৎকোচ আদায় করা, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ বিষয়ে উৎকোচ আদায়, শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের পূর্বে প্রতি শিক্ষার্থী হতে ১০টাকা হারে টাকা আদায়, অনুপস্থিত শিক্ষার্থীর টাকা ব্যাংক কর্তৃপক্ষ থেকে বুঝে নিয়ে আতœসাৎ করা, শিক্ষার্থী উপবৃত্তি খাতে বিদ্যালয় প্রাপ্য ছাড়পত্র প্রদানে বিদ্যালয় প্রতি একশ টাকা হারে আদায়, ভূয়া স্মারকে ও ভিত্তিহীন অফিস আদেশে সোনালী ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন বন্ধ রাখা, বিনামূল্যে পাঠ্য পুস্তুক বিতরণে পরিবহন খরচ দেখিয়ে প্রতি বিদ্যালয় থেকে ছয়শ টাকা করে আদায় পূর্বক আতœসাতের অভিযোগসহ আরো বিভিন্ন অভিযোগ জানানো হয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।