রাঙামাটির নবনির্বাচিত সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, শিক্ষার্থীদেরকে গুণগত, সৃজনশীল, বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার অনুশীলনে অভ্যস্ত হতে হবে। মুখস্থ বিদ্যায় যেন শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে না পড়ে সেদিকে শিক্ষকদেরকে নজর দিতে হবে। শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নতি সাধন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের প্রতিভা ও মেধা রয়েছে। এ প্রতিভা ও মেধার ফলেই দেশের উন্নয়ন সম্ভব। তিনি বলেন, উন্নয়নের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও দৃঢ়চেতা হবে হবে, তবেই সাফল্য সম্ভব।
তিনি শুক্রবার রাঙামাটি ওমদা মিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি ওমদা মিয়া হিল স্কুলটি এমপিভুক্তকরণের জন্য যা করণীয় তিনি তা উদ্যোগ নেবেন বলে স্কুল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এজন্য তিনি নিজেই বিদ্যালয়টির উপদেষ্টা হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহম্মদ মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তুষার কান্তি দেওয়ান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাফর লিটন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু সাদাৎ মোঃ সায়েম, সদস্য নেজাম উদ্দিন, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য বখতেয়ারউদ্দিন, পাহাড় টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক ফজলে এলাহী। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে সরকার থেকে যে স্বীকৃতি নেওয়া প্রয়োজন ছিলো তা গ্রহণ করে নিজেদের শ্রম দিয়ে এই বিদ্যালয়টি এতদূর পর্যন্ত টেনে নিয়ে এসেছি। কিন্তু বিদ্যালয়টি এমপিভুক্ত না হলে এইভাবে দীর্ঘদিন বিদ্যালয়টি চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়বে।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।