খাগড়াছড়ি জেলাশহরের মধুপুর এলাকায় সোমবার দুপুরে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’দল যুবকের সংঘর্ষে তিন যুবক আহত হয়েছে। এরমধ্যে মাইকেল চাকমা (২০), স্যুইচিং মারমা (২১) এবং মহিউদ্দীন (২৫) কে খাগড়াছড়ি জেলাসদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া দুইটার দিকে পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে চিহ্নিত এক বখাটে যুবক উত্যক্ত করার চেষ্টা করে। ঘটনাটি দেখে মাইকেল ওই যুবককে ধাওয়া দিলে উত্যক্তকারী যুবক তার কাছে থাকা ক্ষুর দিয়ে মাইকেলকে মারাত্মক জখম করে।
পরে ঘটনাটিকে একটি মহল সাম্প্রদায়িক রূপ দিয়ে তেঁতুলতলা, মধুপুর এলাকায় তান্ডব চালানোর অপচেষ্টা চালায়। এসময় স্যুইচিং মারমা ও মহিউদ্দীন আহত হয়।
উত্তেজিত জনতা মধুপুর বাজারে অবস্থিত মহিউদ্দীনের ‘শারমিন ডিজিটাল ষ্টুডিও’-টি ভাংচুর করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার মুল হোতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ-সেনাবাহিনী ও বিজিবি’র টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সামাজিক শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।