খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশু কুমার চাকমার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাফছড়ি ইউনিয়ন পরিষদবর্গ। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা প্রয়াত বিশু কুমার চাকমার আত্মার সদগতি ও শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা জানান, প্রয়াত বিশু কুমার চাকমা সৎ ও দায়িত্বশীল জনপ্রিয় জন প্রতিনিধি ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে, যা কোনদিন পূরণ হবার নয়।
উল্লেখ্য, প্রয়াত ইউপি সদস্য বিশু কুমার চাকমা গত ২৯ সেপ্টেমর দিবাগত রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। প্রয়াতের শেষ জীবনে এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …