রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আহমেদ মিঞার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদ জসীম উদ্দীন বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মওলা, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, নজীর আহম্মদ ।
স্মরণ সভায় বক্তারা আহমেদ মিঞার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। এসময় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী আওয়ামীলীগের জন্য বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ ছিলেন আহমেদ মিঞা। তিনি পাহাড়ে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেছিলেন।