বান্দরবানের আলীকদম উপজেলা চেয়ারম্যন ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম’কে চট্টগ্রামে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে চট্টগ্রামের রাহাত্তাপুল এলাকা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান (জেলা বিএনপির সহ-সভাপতি) আব্দুল কুদ্দুছ জানান, শনিবার দুপুরে বান্দরবান আসারপথে চট্টগ্রামের রাহাত্তাপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আলীকদম চেয়ারম্যান আবুল কালামকে গ্রেফতার করেছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন জানান, ইমারত নির্মাণ আইনসহ চেয়ারম্যান আবুল কালামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তবে বান্দরবানে কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়নি। চট্টগ্রামের কোনো ঘটনায় গ্রেফতার করতে পারে। বিষয়টি আমি নিশ্চিত নই।
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল জানান, আলীকদম উপজেলা চেয়ারম্যান সবগুলো মামলায় জামিনে রয়েছেন। হয়রানী মূলক গনগ্রেফতারের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি দু:খ জনক এবং গ্রেফতারের নিন্দা জানাচ্ছি।