বান্দরবানের আলীকদমে বাসের ধাক্কায় যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলার লামা-আলীকদম সড়কের সোনাইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় জেলার লামা-আলীকদম সড়কের সোনাইছড়ি এলাকায় যাত্রীবাহী পূর্বাণী বাস নিয়ন্ত্রন হারিয়ে পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম- মোহাম্মদ শফিক (৩৩)। তার বাড়ি সোনাইছড়ি এলাকায় বলে জানাগেছে।
ঘটনার বিষয়টি স্বীকার করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন জানান, যাত্রীবাহি বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় চালক’কে গ্রেফতার করা যায়নি।
আলীকদমে বাসের ধাক্কায় যুবক নিহত
